আপনজন ডেস্ক: প্রায় দু বছর পর, উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গায় নিহতরা ন্যায়বিচার পেতে চলেছে। সাক্ষী হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার দিল্লির কারকারডুমা আদালতের অতিরক্তি সেশন জজ বীরেন্দ্র ভাট ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি উত্তর পূর্ব দিল্লির ভাগীরথী বিহারে দাঙ্গায় আগুন লাগানো. লুটপাট করা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার দায়ে দীনেশ যাদব নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন। এই প্রথম দিল্লি দাঙ্গায় কাউকে দোষী সাব্যস্ত করল আদালত। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি ভগীরথি বিহারের দাঙ্গায় অংশ নেওয়ার জন্যই তাকে দোষী সাব্যস্ত করেন। দিল্লি দাঙ্গায় ৫০জনেরও বেশি নিহত হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct