আপনজন ডেস্ক: চলতে চলতে হঠাৎ মাঝপথে দু'ভাগ হয়ে যায় ১৫ বগির ট্রেন। আর এতে যাত্রীরা পড়েন চরম বিড়ম্বনায়। আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি বেলা সোয়া ১১টার দিকে সিলেট রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। বিকাল ৩টা ৪২ মিনিটে হবিগঞ্জে মনতলা স্টেশনে বিরতি শেষে যাত্রা শুরুর কয়েক গজ পড়েই ওই ঘটনা ঘটে। ট্রেনটি পেছনে ৫টি বগি ও সামনে ১০টি বগি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আশপাশের লোকজন চিৎকার করে চালকের দৃষ্টি কাড়েন। এতে চালক ট্রেনটি থামান। ঘটনা স্টেশনের কাছে হওয়ায় বিকল্প প্ল্যাটফর্মে ট্রেনগুলো চলাচল অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মো. জাহিদ হোসেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আখাউড়া রেলওয়ে প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসার পর সমস্যার সমাধান হবে। তবে এ সমস্যার কারণে ঢাকা-সিলেট রেলপথে আর কোনো ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct