আপনজন ডেস্ক: বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার এই দুইদিন। সেটিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সিদ্ধান্ত মোতাবেক, ২০২২ সাল থেকে সাপ্তাহিক ছুটি হবে শনি ও রবিবার। অর্থাৎ শুক্রবারে ছুটি থাকছে না। এদিন অর্ধ-দিবস পর্যন্ত আফিস-আদালত খোলা থাকবে। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২২-এর ১ জানুয়ারি থেকে থেকে এটি কার্যকর করবে দেশটির ফেডারেল সরকার। সোম থেকে বৃহস্পতিবার অবধি সবমিলিয়ে সাড়ে চারদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করতে হবে কর্মীদের।পর্যটন ও বাণিজ্যের জন্য পরিচিত মধ্যপ্রাচ্যের দেশটি সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দিক দিয়ে বাকি বিশ্বের সঙ্গে সামঞ্জস্য করে চলার চেষ্টা করছে। প্রতিবেশী সৌদি আরবকে হটিয়ে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হওয়ার জন্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নিচ্ছে। সেই ধারাবাহিকতায় আমিরাত সরকারের এই পদক্ষেপ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct