জৈদুল সেখ,বহরমপুর,আপনজন: রাজ্যে তৃণমূল তৃতীয় বারের ক্ষমতায় আসার পরে মুর্শিদাবাদ জেলা সফরে প্রথম প্রশাসনিক বৈঠকে যোগদান করতে মুর্শিদাবাদ জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গ সফর শেষ করেই মুর্শিদাবাদ জেলার বহরমপুর রবীন্দ্র সদনে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । বিকেলে বৈঠক করবেন তিনি, পরে বহরমপুর সার্কিট হাউসে রাত্রিবাস করবেন।
মুখ্যমন্ত্রীর সফরের আগে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। সোমবার রাতভর মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানায় রাতভর চলে নাকা চেকিং। বাস, লরি থেকে ছোট গাড়ি ও মটর বাইকে নাকা চেকিং করে তল্লাশি করে পুলিশ প্রশাসন। পাশাপাশি মুর্শিদাবাদ এলাকায় বিভিন্ন হোটেলেও তল্লাশি করা হয়েছে বলে জানানো হয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে।
বুধবার সকালে মালদহে প্রথমে প্রশাসনিক বৈঠক করবেন তারপরেই তিনি হেলিকপ্টারে করে বহরমপুর ব্যারাক স্কোয়ারে আসবেন সেখান থেকে সড়ক পথে বহরমপুর রবীন্দ্র সদনে রওনা দেবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলাতে পর্যটনে জোর দিতে একাধিক প্রকল্পের শিলান্যাস করার কথা আছে মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যান্সার প্রকল্পের শিলান্যাস করবেন, এছাড়া গ্রামীণ সড়ক যোজনার অধীনে ১৩টি রাস্তার উদ্বোধন করবেন। বেশ কয়েকটি সেতু শিল্যানাস করবেন। ভগবানগোলা, সাগরদিঘী নওদা ব্লকে বেশ কয়েকটি রাস্তার শিল্যানাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১টি কমিউনিটি বাথরুম শিল্যানাস করবেন বিভিন্ন পর্যটন কেন্দ্রের। বহরমপুর পৌরসভার ১১টি পৌর স্বাস্থ্য কেন্দ্র গঠন করা হবে। গোরাবাজার ও খাগড়াতে বৈদ্যুতিক চুল্লি দীর্ঘদিন ধরে বন্ধ আছে সেই দুটি সংস্কারের জন্য শিল্যানাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct