সেক আনোয়ার হোসেন,হলদিয়া,আপনজন: হজ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল সুতাহাটার বিডিও অফিসের সভা গৃহে। পূর্ব মেদিনীপুর জেলার সংখালঘু আধিকারিক মহম্মদ মারগভ ঈলমি বলেন, দুই বছর পর পুনরায় হজ সচেতনতাই শিবিরের উপর আমরা জোর দিয়েছি। জেলার বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি চলছে। অধিক সংখ্যক মানুষ যাতে হজে অংশ নিতে পারেন সেটাই আমাদের লক্ষ্য।
পাসপোর্ট তৈরির ক্ষেত্রেই কোন অসুবিধার সম্মুখীন হলে আমাদের ডিপার্টমেন্টের পূর্ণ সহযোগিতা করতে
প্রস্তুত। সুতাহাটার বিডিও আসিফ আনসারি লাইফ সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রেই অঞ্চল প্রধান মারফত সংশাপত্র বিডিও অফিসের জমা করতে আবেদন করে। এছাড়া ব্লক লেভেল ফেসিলিটেটর মনোতোষ কুইলা ইমাম মোয়াজ্জেনদের আবেদন জানান, কবরস্থানে প্রাচীরের জন্য তাার যেন ব্লক অফিসে আবেদনকরেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি আঞ্জুমা বিবি, সংখ্যালঘু আধিকারিক প্রতিভানন্দ দাস, বি ডি ও আসিফ আনসারী, জেলা সংখ্যালঘু আধিকারিক মহম্মদ মারগভ ঈলমি ও এলাকার ইমাম মোয়াজ্জেনরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct