জয়প্রকাশ কুইরি,পুরুলিয়া,আপনজন: এবার আদিবাসী সমাজের দেওয়াল চিত্রেও স্থান করে নিল মোবাইল অ্যাপ। এবার বাঁদনা পরবের সময় সাঁওতালি গ্ৰামে গতানুগতিক প্রকৃতি চিত্রের পাশাপাশি দেখা গেল মোবাইলের বিভিন্ন অ্যাপের ছবি। বলরামপুর থানার আদিবাসী গ্ৰাম কদমডিতে এমন দেওয়াল চিত্র তাক লাগিয়ে দিয়েছে পর্যটকদের মধ্যে। কি নেই সেই চিত্রে ,আছে ইউটিউব, ফেসবুক, ম্যাসেঞ্জার, প্লেস্টোর, গুগল, জিও, এম এক্স প্লেয়ার, ফোন, হোয়াটস অ্যাপ সবই।
শুধু তাই নয় এই অঙ্কনের মাধ্যমে দৈনন্দিন জীবনে মানুষের স্মার্ট ফোনের প্রয়োজনীয়তা নিয়ে সমাজকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছে এই ছোট্ট গ্রাম বলে জানান গ্রামবাসীরা। অন্যদিকে বর্তমান সমাজে আট থেকে আসি সকলেই এখন স্মার্ট ফোন ব্যাবহার করেন। এমনকি প্রত্যেকের কাছে স্মার্ট ফোনের চাহিদা কতটা তা তো কারোরই অজানা নয়। জানা গিয়েছে ওই গ্রামে বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের লোকজন বসবাস করেন। আদিবাসী অধ্যুষিত ওই গ্রামে বেশিরভাগই এখনো কৃষিজীবী। পরবে আনন্দে আত্মহারা হয়ে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাড়ির দেওয়ালে তৈরি করেন রং বেরঙের নকশা।
এমনকি ওই গ্রামে যত ঘর বাড়ি রয়েছে বেশিরভাগই কিন্তু মাটির দেওয়াল ও টালি বসানো ছাদ দ্বারা নির্মিত।তাই দেওয়ালে মাটি ও গোবরের প্রলেপ দিয়ে পরে তাতে ঠিকমতো রং দিয়ে চিত্র শিল্পীদের মতো ফুল ও নকশা আঁকছেন তারা।এরই মধ্যেই একটি বাড়ির দেওয়ালের মধ্যে আঁকা রয়েছে অভিনব কায়দায় স্মার্ট ফোনের বেশ কয়েকটি অ্যাপ ,যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct