বিশেষ প্রতিবেদক,কলকাতা,আপনজন: বদলির সুবিধা থেকে বঞ্চিত মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা। তাই তাঁদের মধ্যে ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছে।
ফলে মাদ্রাসা সার্ভিস কমিশন দ্রুত বদলি প্রক্রিয়া শুরু করুক, দাবী করছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাগণ। গত ফেব্রুয়ারি মাসে মাদ্রাসা শিক্ষকদের মধ্যে চার হাজারের বেশি প্রার্থী বাড়ির কাছে বদলির জন্য মাদ্রাসা সার্ভিসমাদ্রাসা সার্ভিস কমিশনে আবেদন করেন। কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রীর ঘোষণা মত ‘উৎসশ্রী পোর্টালে’র মাধ্যমে স্কুলের শিক্ষকদের বদলি হয়ে গেলেও মাদ্রাসার শিক্ষকদের এখনও বদলির লিস্টই প্রকাশ হয়নি। তাই মাদ্রাসা সার্ভিস কমিশন দ্রুত বদলির লিষ্ট প্রকাশ করে শিক্ষক-শিক্ষিকাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করুক, এমনটাই দাবি করছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাগণ। বাড়ি থেকে ২৬০ কিমি দূরে উত্তরবঙ্গের একটি মাদ্রাসার শিক্ষিকা রেহেনা সুলতানা। তাঁর বৃদ্ধ বাবা-মা ও অসুস্থ ছোট্ট একটি মেয়ে। মাদ্রাসায় চাকরি সূত্রে বাবা-মাকে রেখে উত্তরবঙ্গে তাঁকে একাই থাকতে হয়। মাদ্রাসা শিক্ষকদের বদলি হলে , আর পাঁচ জনের সাথে তিনিও উপকৃত হন। বিগত ২০১১ সাল থেকে ২৫০ কিমি দূরে বাবা ,মা ,পরিবার ও আত্মীয় স্বজন ছেড়ে মাদ্রাসাতে চাকরি করছেন সেখ রিয়াজুদ্দিন ৷ তিনি বহু আশা নিয়ে ১০ মাস আগে ট্রান্সফার ফর্ম ফিলাপ করে বদলির আশায় দিন গুনছেন। এই প্রসঙ্গে মাদ্রাসা শিক্ষক ও ফোরাম সদস্য সুলতান আহমেদ বলেন মাদ্রাসা সার্ভিস কমিশন গত ফেব্রুয়ারি মাসে বদলির আবেদন গ্রহণ করে। কিন্তু ১০ মাস অতিবাহিত হওয়ার পরও আমরা বদলি পেলাম না।
অথচ স্কুলের বদলির জন্য ‘উৎসশ্রী’ চালু হয় ৷মাদ্রাসার অনেক পরে আবেদন করেও স্কুল শিক্ষকদের মধ্যে অনেকেই ইতিমধ্যে বাড়ির কাছাকাছি বদলি পেয়েছেন। এখন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন খুব দ্রুত মাদ্রাসা শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালু করা হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct