জয়প্রকাশ কুইরি,পুরুলিয়া,আপনজন: পুরুলিয়ার ঝালদার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তেসরা ডিসেম্বর ২০ দফা দাবী নিয়ে ডেপুটেশন দিলো আজসু পার্টি। জানা যায় তাদের দাবি গুলোর মধ্যে ছিল ,ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সরকারী ডাক্তারদের প্রাভেট প্র্যাক্টিস বন্ধ করা ,মানভূম জঙ্গলমহল আঞ্চলিক প্রশাসন অবিলম্বে গঠন করা,
আবাস যোজনায় প্রাপকদের সঠিক সময়ে টাকা দেওয়া, কাটমানির তদন্ত করা, সুবর্ণরেখা জল প্রকল্প অবিলম্বে ঝালদা শহরে বাস্তবায়িত করা ইত্যাদি। এবিষয়ে আজসু পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কনভেনার ধীরেন্দ্র নাথ রজক জানান, এদিন ঝালদা ১ নং ব্লক আজসু পার্টি তথা আজসু সুপ্রিমো সুদেশ মাহাতোর অনুপ্রেরণায় এই ব্লকের সাথে সাথে ঝালদা মহকুমা শাসক ও ঝালদা পৌরসভাতে মোট ২০ দফা দাবী নিয়ে ডেপুটেশন দেওয়া হলো।
তিনি আরও জানান ,অবিলম্বে দাবীগুলো না মানা হলে বড়ো আন্দোলনে নামবে আজসু পার্টি। এদিন অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য প্রভারি সুনীল সিং মাহাত, পুরুলিয়া জেলা সভাপতি অতুল চন্দ্র মাহাত ,সম্পাদক আশুতোষ মাহাত, ঝালদা ১নং ব্লক সভাপতি রাজেশ মাহাত, ঝালদা শহর সভাপতি অশোক সাও প্রমুখরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct