আপনজন ডেস্ক: ডেঙ্গুর মরশুমে অকাল বর্ষা। আর এই পরিস্থিতি ঠিক হলেই পৌরনিগম রাজারহাটের অংশের ওয়ার্ড গুলিতে বাড়তে পারে পতঙ্গবাহিত রোগ ডেঙ্গু। বাসিন্দাদের এই আশঙ্কায় তৎপর হচ্ছে বিধাননগর পৌর প্রশাসন। মশাবাহিত রোগের মূল উৎসস্থল ঠেকাতে ওয়ার্ডের চায়ের দোকানদারিদের দেওয়া হয় নীল রঙের ডাস্টবিন। সোমবার বৃষ্টি উপেক্ষা করে পৌরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর রতন মৃধার উদ্যোগে ওয়ার্ডের প্রায় ৬০ জন ব্যবসায়ীকে ওই কর্মসূচির আওতায় আনা হয়। রতন বলেন, ‘ডেঙ্গুর সময়কালে দোকানদারদের ডাস্টবিনে বিতরণের মধ্যে দিয়ে ব্যবহৃত চায়ের কাপ ও ময়লা ফেলার উৎসাহ প্রদান করা হয় নাগরিকদের। ঠিক তেমনি ভাবে আরও একটি ভাবনা হল যে-চায়ের দোকানে সমাজের নানান মানুষের ওঠাবসা। তাই চায়ের দোকানের আলোচনা মধ্যে দিয়ে সমাজ পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়া উদ্দেশ্য’। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজারহাটের বিধায়ক ও পৌর প্রশাসক তাপস চ্যাটার্জিও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct