মির আনিসুল,কলকাতা,আপনজন: বণিক সভা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই ও ইকোলি হোলিয়ার ডে লসানে বা ইএইচএল-এর উদ্যোগে আঠারো মাসের এক ভোকেশনাল কর্মসুচির সূচনা হল। কলকাতার আইটিসি সোনার বাংলা হোটেলের পালা বলরুমে সোমবার সুইস ভিত্তিক সংস্থা ইএইচএলের হসিপিটালিটি সার্ভিসের ভোকেশনাল এডুকেশন ও ট্রেনিং কর্মসূচির সূচনা অনুষ্ঠানে হাজির ছিলেন ইএইচএলর-এর দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও মায়ানমারের আঞ্চলিক হেড ও ডিরেক্টর আমান আদিত্য সচদেব, অ্যাসোসিয়েট ডিরেক্টর প্রবীণ রয়, আইটিসি হোটেলের ভাইস প্রেসিডেন্ট নীলেশ মিত্র, িসআইআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর সৌগত রায়চৌধুরি প্রমুখ। প্রতিবছর আইটিসি হোটেলের উদোগ্যে প্রায় ২০০জন ফ্রেশারকে এই ধরনের ট্রেনিং দেওয়া হয়ে থাকে ইএইচএলর সহযোগিতায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct