আপনজন ডেস্ক: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উদ্ভাবকদের একজন অধ্যাপক সারাহ গিলবার্ট বলেছেন, ভবিষ্যতের মহামারি কোভিড-১৯ এর চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে। তিনি বলেন, সেকারণে এই মহামারি থেকে পাওয়া শিক্ষা অবহেলা করা যাবে না এবং বিশ্বকে নিশ্চিত করতে হবে যে তারা পরবর্তী ভাইরাসজনিত মহামারির বিষয়ে প্রস্তুত রয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী করোনাভাইরাসের মহামারিতে বিশ্বজুড়ে ৫২ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। লাখ লাখ কোটি ডলারের ক্ষতি হয়েছে আর শত শত কোটি মানুষের জীবনে বিপর্যয় নিয়ে এসেছে এই মহামারি।
বিবিসিতে প্রচারিত রিচার্ড ডিম্বেলেবি লেকচারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলোজির অধ্যাপক সারাহ গিলবার্ট পরবর্তী ভাইরাসের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘সত্যিটা হলো পরবর্তীটি আরও খারাপ হতে পারে। এটা আরও বেশি সংক্রামক কিংবা প্রাণঘাতী কিংবা উভয়ই হতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমাদের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলা ভাইরাস এটাই সর্বশেষ নয়।’
সারাহ গিলবার্ট বলেন, ‘যে অগ্রগতি আমরা অর্জন করেছি, যে জ্ঞান আমরা লাভ করেছি তা অবশ্যই হারাতে দেওয়া যাবে না।’ ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে এই ভ্যাকসিন উদ্ভাবক বলেন, ‘স্পাইক প্রোটিনে যে পরিবর্তন ঘটছে তার কারণে এই ভাইরাস বেশি মাত্রায় সংক্রামক। তাই যতক্ষণ পর্যন্ত আমরা এই ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সর্তকতা অবলম্বন করা উচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct