আপনজন ডেস্ক: আমিরাতের নারী হাফেজদের শাইখা ফাতিমা বিনতে মুবারক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শেষ হয়েছে। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় ৫০টি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন। সেরা ১০ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন যুক্তরাষ্ট্রের রুওয়াইদাহ বিনতে কাসিম মুহাম্মদ।
গত ২০-২৭ নভেম্বর পর্যন্ত দুবাইয়ের আন্তর্জাতিক এ প্রতিযোগিতার পঞ্চম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে শীর্ষ ১০ জন প্রতিযোগীকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে। বাকি প্রতিযোগীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
এ বছর আন্তর্জাতিক এ প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছেন মিসরের নাদা বিনতে আহমদ ফাতহি আবদুল লতিফ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন যুক্তরাষ্ট্রের রুওয়াইদাহ। তৃতীয় স্থান অধিকার করেছেন কেনিয়ার মুনা আবদি ফাতার আবদি ফারাহ।
এর পরের স্থান অধিকার করেছেন যথাক্রমে আলজেরিয়ার সোনিয়া বিনতে বালআতিল, জর্দানের ইমান বিনতে আহমদ মুহাম্মদ আবু আলিকাহ, আফগানিস্তানের বারিরাহ বিনতে আবদুর রহিম কাজি, ক্যামেরুনের সাদিয়াহ বিনতে ওমর আবকার, নাইজেরিয়ার আসিয়া বিনতে আলি আহমদ ও মৌরিতানিয়ার জিনাহ আশশাওয়াফ।
প্রতিবছরের মতো এ বছরও শাইখা ফাতিমা বিনতে মুবারক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সার্বিক তত্ত্বাধান করেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। সমাপনী পর্বে উত্তীর্ণ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করার সময় উপস্থিত ছিলেন আল নাহদা উইমেনস অ্যাসোসিয়েশন ও বোর্ড অব ডিরেক্টরস প্রধান আমিনা বিনতে হুমাইদ আল তায়ের এবং জেনারেল উইম্যানস ইউনিয়নের সেক্রেটারি জেনারেল নুরা বিনতে খালিফা আল সুওয়াইদি।
দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন আল মাকতুম প্রতিযোগিতায় বিজয়ীদের ৮ মিলিয়ন দিরহাম মূল্যের পুরস্কার প্রদান করবেন। প্রথম বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন ২৫ লাখ দিরহাম। দ্বিতীয় বিজয়ী পাবেন ১৫ লাখ দিরহাম। তৃতীয় বিজয়ী পাবেন ১০ লাখ দিরহাম।
আরও পড়ুন: