আপনজন ডেস্ক: কোল ইন্ডিয়ার পেনশন হেল্প লাইন নাম্বারের নাম করে অভিনব কায়দায়। বাঁকুড়া শহরের সার্কাস ময়দানের এক অবসর প্রাপ্ত ইঞ্জিনিয়ারের একাউন্ট থেকে অনলাইনে প্রায় ত্রিশ হাজার টাকা প্রতারণার ঘটনা ঘটল। এএই কোল ইণ্ডিয়ার অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুনীল কুমার আদক কোল মাইনস প্রোভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ধানবাদ অফিসে তার পেনশন একাউন্ট স্থানান্তর সংক্রান্ত তথ্য জানাতে গুগলে সার্চ করে হেল্প লাইন নাম্বার পান এবং সেই নাম্বারে কল করার পর কল রিসিভ না হলেও সাথে,সাথে পালটা ওই থেকে ফোন করে জানানো হয় এটি সিএমপিএফের হেল্প লাইন নাম্বার। এবং পেনসন সংক্রান্ত সব সমস্যার সমাধান এখানে জানালেই হবে। এরপর সুনীল বাবু তার পেনসন একাউন্ট ধানবাদ থেকে বাঁকুড়ায় স্থানান্তর করার জন্য এই মাসে পেনশন তিনি পাননি। তাই এই সমস্যা মেটানোর আর্জি জানান। কোল ইনফিয়ার হেল্প লাইন সার্ভিসের আধিকারিক পরিচয় দিয়ে পঙ্কজ শর্মা নামে ওই ব্যক্তি দশ টাকা অনলাইনে জমা করতে বলেন এবং ইয়েস ড্রয়েড নামে একটি এপ ডাউনলোড করতে বলেন। নাতনী কে দিয়ে সেইমতো এপ ডাউনলোড করান। এছাড়া সুনীল বাবুর এটিএম কার্ডের দুই পিঠের ছবিও তুলতে বলেন। তার অল্প ক্ষন পরেই কার্ডের সব তথ্য নিয়ে এই এপের সাহায্যে পাসওয়ার্ড এবং ওটিপি হাতিয়ে সুনীল বাবুর একাউন্ট থেকে তিন দফায় প্রায় ৩০ হাজার টাকা গায়েব করে ওই প্রতারক। এইভাবে টাকা গায়েব হওয়ার ঘটনা টের পেতেই তিনি এটিএম কার্ড ব্লক করান। এবং বাঁকুড়া সাইবার ক্রাইম থানায় অভিযোগও দায়ের করেন তিনি। এখন দেখার পুলিশের তদন্তে এই সাইবার ক্রাইম চক্রের হদিস মেলে কিনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct