অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পদের প্রিলি পরীক্ষা গোটা রাজ্যের সাথে দক্ষিণ দিনাজপুর জেলায় অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, এই পরীক্ষা দিতে এসে বালুরঘাটে অসৎ উপায় অবলম্বন করায় দুই পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এদিন সকালে বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকায় অবস্থিত বালুরঘাট বিএড কলেজের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে এলে ওই দুজনকে আটক করে পুলিশ। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই পুলিশ ও দুই জনকে আটক করে। ওই দুজনের মধ্যে একজনের বাড়ি মালদা জেলায় ও অন্যজনের বাড়ি ঝাড়খন্ডে বলে জানা গিয়েছে।
এবিষয়ে ডিএসপি (সদর) সোমনাথ ঝাঁ জানান, আজকে ১৫ টি সেন্টারে পরীক্ষা হয়েছে বালুরঘাটে। সেখানে বিএড কলেজে পরীক্ষা দিতে এসে দুজন ধরা পড়েছে। একজন পরীক্ষার্থী নন, কিন্তু তিনি অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। মালদার এক পরীক্ষার্থীর হয়ে তিনি পরীক্ষা দিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি ঝাড়খন্ডে বলে জানা গিয়েছে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই তাকে আটকানো হয়। অন্যদিকে ,দ্বিতীয় পরীক্ষার্থীর কাছ থেকে ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে। তার বাড়ি মালদায়। আমরা পুরো বিষয় খতিয়ে দেখছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য,দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে প্রায় ১৫ টি কেন্দ্রে পুলিশের সাব-ইন্সপেক্টর পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় রবিবার। সব মিলিয়ে জেলায় প্রায় ছয় হাজার জন পরীক্ষার্থী ছিল। যথাযথ পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct