রাজকন্যার বায়না
মাধুছন্দা গাঙ্গুলী
________________
ইন্দ্রপুরীর রাজকন্যার আজব তার বায়না,
বাঘ পুষবে জেদ ধরেছে, ভয় কিছুতেই পায়না !
সূর্যিমামা জাগার আগেই হাতির পিঠে চড়ে,
এদিক-ওদিক, ডাইনে-বাঁয়ে গোটা রাজ্য ঘোরে ।
রাজার যত মন্ত্রী-সেপাই, ছোটে তার পিছু
রাজকন্যা রেগে বলে..করো মাথা নিচু !
রাজা-রানী ভাবেন মনে এমন দস্যি মেয়ে,
বিপদেও যে এগিয়ে চলে ভয়ের মাথা খেয়ে।
রাতের বেলা রাজকন্যা হঠাৎ ঘুমের ঘোরে
এই ধরেছি বাঘছানা..চেঁচায় জোরে জোরে !
ছুটে আসেন রাজা-রানী, দেখেন অবাক চোখে,
রাজকন্যা স্বপন দেখে,আঁকড়ে বিড়াল বুকে !
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct