রহমতুল্লাহ, মুর্শিদাবাদ: স্কুল-মাদ্রাসা খুললেও শিক্ষার্থীদের হাজিরা খুব কম ৷ তাই মাদ্রাসায় ছাত্র-ছাত্রী আনতে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ‘মাতৃসভা’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ৷ আবার সরকারের তরফ থেকে সার্বিকভাবে ‘স্কুল ডাকছে’ অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে ! ‘স্কুল ডাকছে’ অভিযানে সফল ভাবে অংশগ্রহণ করে মুর্শিদাবাদের লালগোলা ব্লকের অন্তর্গত আই.সি.আর হাই মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ ৷ মাদ্রাসা সংলগ্ন বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করা হয়। ‘স্কুল ডাকছে’ অভিযান কর্মসূচি প্রসঙ্গে আই.সি.আর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ সিদ্দিকী বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে আমার সকল স্টাফদের নিয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছি ! অভিভাবক সভা, পথসভা, মসজিদের মাইকে ঘোষণা, মোবাইল ফোনের মারফতে অভিভাবকদের সজাগ করা হচ্ছে স্কুলমুখী করানোর জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct