অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: আধিকারিকের চেনা পরিচয় ছেড়ে এবার রীতিমতো শিক্ষকের ভূমিকায় জেলা শাসক। স্বয়ং আইএএস অফিসার কে শিক্ষকের ভূমিকায় দেখে স্বভাবতই আপ্লুত চাকরিপ্রার্থীরা।
জানা গিয়েছে, শনিবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছাঁয়া অনুষ্ঠান ভবনে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়া চাকরি প্রার্থীদের ক্লাস নেন জেলা জেলাশাসক। প্রশাসনিক দায়ভার সামলে একজন দক্ষ শিক্ষকের মতোই ক্লাস নিলেন ভারতের সংবিধানের উপরে। বোর্ড ওয়ার্কের মাধ্যমে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় গুলি সুচারুরূপে তিনি তুলে ধরেন ছাত্র-ছাত্রীদের সামনে। পাশাপাশি, পরীক্ষার প্রস্তুতি নেবার ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নিলেন চাকুরী প্রার্থীদের সঙ্গে।এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন প্রায় দেড়’শ জন চাকরি প্রার্থী।
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানি এ জানান, ‘এই জেলার চাকরিপ্রার্থীরা যারা সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছেন, তারা কিভাবে এই পরীক্ষার প্রস্তুতি নেবেন সে বিষয়ে তাদের সাথে আমার অভিজ্ঞতা ভাগ করে নিলাম। আমার আলোচ্য বিষয় ছিল ভারতের সংবিধান । মূলত সংবিধান সম্পর্কিত বিভিন্ন ধারা সহ গুরুত্বপূর্ণ বিষয় গুলির উপরে আলোকপাত করেছি। আজ প্রায় ১৩০ জন চাকরিপ্রার্থী উপস্থিত ছিলেন। তাদের কাছ থেকে খুব ভালো সাড়া পেয়েছি।
অন্যদিকে , চাকুরী প্রার্থীরা জানিয়েছেন, ম্যাডাম খুব সুন্দর ভাবে সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় গুলি আমাদের সামনে তুলে ধরেন। আজকের এই ক্লাস আমাদের খুবই ভালো লেগেছে। আগামী দিনে আমরা আরও এরূপ ক্লাস করতে চাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct