সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: ভর্তি থাকা রোগীর ‘নিখোঁজ’ হয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশ্যালাটি হাসপাতালে। শুক্রবার রাত থেকেই তিনি ‘নিখোঁজ’ বলে পরিবারের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, গত বুধবার ‘সুগারের সমস্যা’ নিয়ে তালডাংরার শালতোড়া গ্রামের নিমাই মণ্ডলকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে শুক্রবার রাত থেকেই তিনি হাসপাতাল থেকে ‘নিখোঁজ’ বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। এই অবস্থায় ‘নিখোঁজ’ নিমাই মণ্ডলের পরিবারের লোকজন হাসপাতালের সুপার ও বিষ্ণুপুর থানায় বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন।
নিরাপত্তারক্ষী মোতায়েন থাকা সত্বেও এভাবে রোগী নিখোঁজের ঘটনা প্রকাশ্যে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালের সুপার মহেন্দ্রনাথ মাণ্ডি বলেন, ‘বাথরুমের নাম করে বাইরে বেরিয়ে গেছেন’। বিষয়টি তাঁরা পুলিশকে জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct