রাকিবুল ইসলাম, হরিহরপাড়া: পড়ুয়াদের স্কুলমুখী করতে এবার পড়ুয়াদের দুয়ারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও কন্যাশ্রী যোদ্ধারা।দীর্ঘ ২০ মাস পরে খুলে গিয়েছে সমস্ত স্কুল কলেজ ও মাদ্রাসাগুলি। করোনা আবহে দীর্ঘ দিন ধরে স্কুলের সাথে যোগাযোগ ব্যাহত থাকায় স্কুল ছুট হয়ে পড়েছে একাধিক পড়ুয়া। তাই তাদের স্কুলমুখী করতে বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের স্বরুপপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে পুনরায় স্কুল এসে ক্লাস শুরু করার বার্তা দিল হরিহরপাড়ার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও কন্যাশ্রী যোদ্ধারা।
গত ১৬ই নভেম্বর থেকে করোনা বিধি মেনে খুলে গিয়েছে সমস্ত স্থুল। শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেনীর ক্লাস। তবে দীর্ঘদিন ধরে শুধুমাত্র অনলাইনে ক্লাস করে স্কুলের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পড়ুয়াদের। সেইসমস্ত স্কুল ছুট পড়ুয়াদের পড়াশোনার মূলস্রোতে ফেরাতে এবার পড়ুয়াদের বাড়ি বাড়ি স্বনির্ভর গোষ্টীর মহিলা ও কন্যাশ্রী যোদ্ধারা। হরিহরপাড়া ব্লকের স্বরুপপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ১০ টি টিমে ভাগ হয়ে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে কথা বলেন বলে জানান স্বনির্ভর গোষ্ঠীর মহিলা বর্নালী খাতুন।স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও কন্যাশ্রী যোদ্ধারা বোঝানোর পর স্কুল যেতে উৎসাহী হন ছাত্রছাত্রীরা। হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক বলেন, স্কুলছুটদের স্কুলমুখী করতে গোটা জেলা ব্যাপী স্কুল ডাকছে নামে এক বিশেষ অনুষ্টানের আয়োজন করা হয়েছে। প্রতিটি অঞ্চলে অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে স্কুলছুট ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করার বার্তা দেয়া হচ্ছে, ছাত্র-ছাত্রীদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান বিডিও রাজা ভৌমিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct