আপনজন ডেস্ক: জাওয়াদ ঘূর্ণিঝড় ক্রমশ দুর্বল হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছেন, রাজ্যে জাওয়াদের প্রভাব পড়বে না। দিল্লির মৌসম ভবন জানিয়ে দিয়েছে, জাওয়াদের প্রভাব পশ্চিমবঙ্গের উপর থেকে কমে গিয়ে ওড়িশার পুরির দিকে এগিয়ে যাবে। তারপর বিশাখাপত্তনম যাবে। পূর্বাঞ্চলের আবহাওয়া অধিকর্তা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ঘুর্ণিঝড়ের কোনও সম্ভাবনা বাংলায় নেই। এজন্য আতঙ্কেরও কিছু নেই। জানানো হয়েছে, বাংলার উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct