সেখ রিয়াজউদ্দিন, বীরভুম: বীরভুম জেলার ডেউচা- পাঁচামি এলাকায় কয়লা খনি প্রকল্পের কাজ শুরু করার পূর্বেই, উচ্ছেদের মুখে ও ক্ষতিগ্রস্ত পরিবারের আবাসন, উপযুক্ত ক্ষতিপূরণ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ অন্যান্য দাবীতে সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে বীরভূম জেলা শাসকের নিকট স্মারকলিপি দেওয়া হয় শুক্রবার। সংগঠনের আশঙ্কা কিছু দিন পূর্বে ঝাড়খণ্ডের পাকুড়ে কয়লা খনির জন্য উচ্ছেদ হওয়া পরিবারগুলোকে পুনর্বাসন দেওয়ার চুক্তি থাকলেও কোম্পানি পুনর্বাসনের ব্যবস্থা করেনি।তাই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করে সেই স্থানে স্থানান্তরিত করার পর কয়লা খনির কাজ শুরু করা, এই দাবিকে সামনে রেখেই মূলত ডেপুটেশন বলে দলীয় সূত্রে জানা গেছে। অতিরিক্ত জেলা শাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে সংগঠনের দাবি। ছয় দফা দাবির মধ্যে ছিল বাড়ি, বিদ্যুৎ, শৌচালয়, পর্যাপ্ত জলের ব্যবস্থা, বিদ্যালয়, হাসপাতাল ও যোগাযোগ ব্যবস্থা না করে খনির কাজ শুরু করা চলবে না। পরিবার প্রতি স্থায়ী চাকরির ব্যবস্থা। ক্ষতিপূরণ দিতে দুর্নীতি মুক্ত ভাবে জমি বাড়ি সহ স্থাবর মালিকানা স্থির করতে হবে। উপযুক্ত পুনর্বাসন ইত্যাদির দাবিতে জেলা শাসকের নিকট স্মারকলিপি দেওয়া হয় বলে সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটির পক্ষে মার্শাল হেমরম সেই কথা জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct