আসিয়া খাতুন, খড়গ্রাম: করোনায় অসহায় দরিদ্র মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ‘সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি’। ‘সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি মানুষের জন্য নিরন্তন কাজ করে চলেছে, কখনো বা বন্যাপীড়িত অঞ্চলে অসহায় মানুষের পাশে দূত হয়ে এসে তাদের প্রয়োজনীয় আহারাদি দিয়ে সাহায্য করেছে, আবার কখনো দরিদ্র অসহায় ছেলের স্বপ্ন পূরণ করেছে লেখাপড়ায় আর্থিক সহায়তা করেছে । এমনকি মূর্মুর্ষ রোগীর পাশে এসে দাঁড়িয়েছে।
‘ সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি’ এরকম শত কাজে হাত বাড়িয়েছে । সেরকমই মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার সাহপাড়া গ্রামের জন্মান্ধ সোয়েদা খাতুনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সোয়েদার পৃথিবীতে আপন বলতে কেউ নেই, আবার সে জন্মান্ধ, ঘর-বাড়ি কিছুই নেই, অন্যলোকের বাড়িতে থেকে গ্রামে গ্রামে চাল চেয়ে কোনরকমে দিনপাত করে । সোয়েদার অসহায়তার কথা শোনার পর ‘সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি ‘ সোয়েদার বাকি জীবনের খাওয়ানোর দায়িত্ব নেন। ‘সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির সদস্য আসিয়া খাতুন সাহাপাড়া গ্রামে নিজে গিয়ে সোয়েদাকে একমাসের নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং হাতে কিছু অর্থ দিয়ে আসেন। সমাজবন্ধুর পক্ষে সাহিন মন্ডল জানান, আগামী দিনে আরো সাধারণ মানুষের জন্য কাজ করে যাব।
আরও পড়ুন: