আপনজন ডেস্ক: একজন গর্ভবতী মহিলার ৩ বা ৪ সপ্তাহ পর থেকেই অন্য রকম অনুভূতি হতে থাকে। তখন তাদের গর্ভে বিভিন্ন রকমের অনুভূতি পাওয়া শুরু করে। সেই সময় অন্তঃসত্ত্বা মহিলার পেটে ব্যথার সৃষ্টি হয়, তখন বলা হয় তার গর্ভের সন্তান লাথি মারছে কিংবা গর্ভে ওলোটপালোট খাচ্ছে। মায়ের গর্ভের ভিতরে সন্তানের নড়াচড়া স্বাভাবিক হলেও, মায়ের গর্ভে একজন সন্তান কাঁদছে।সম্প্রতি এই বিষয়টি সামনে আসায় অবাক চিকিৎসা বিজ্ঞান। একজন অন্তঃসত্ত্বা মহিলার আল্ট্রাসাউন্ড পরীক্ষা করার সময় দেখা গিয়েছে, তার গর্ভের শিশু এমন ছবি উঠে এসেছে তা দেখে মনে হচ্ছে যেন সে কাঁদছে। এই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে। আর্কাইভ অফ ডিজিজ ইন চাইল্ডহুড অ্যান্ড নিয়নেটেল এডিশন জার্নাল ২০০৫-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী বিজ্ঞানীরা গর্ভে বড় হওয়া এক শিশুর মুখের অভিব্যক্তি আল্ট্রাসাউন্ড পরীক্ষা করে দেখেন। সেই আল্ট্রাসাউন্ড পরীক্ষা করার সময় ডাক্তারেরা দেখতে পান, গর্ভের মধ্যে সেই শিশু এমন এক্সপ্রেশন দিচ্ছে, যেন সে কাঁদছে। গর্ভের ভেতরে শিশুর এক্সপ্রেশন দেখার পর বিজ্ঞানীরা গর্ভের ভেতরে থাকা সেই শিশুকে কম্পন এবং আওয়াজের স্টিমুলেশন দেয়। এর ফলে গর্ভের ভেতরে সেই শিশুটি যখনই কম্পন অনুভুত করে তখনই সে নড়েচড়ে ওঠে। তার বুক ফুলতে থাকে এবং মাথা পেছনের দিকে হেলতে থাকে। ডাক্তাররা প্রায় ৬০টি শিশুর ওপর এই একই পরীক্ষা করে তার স্ক্যানিং করেন। দেখা গিয়েছে এর মধ্যে প্রায় ১০টি শিশু একই ধরণের আচরণ করেছে। গর্ভের শিশুর এই ধরনের পরীক্ষা করার পর বিজ্ঞানীরা জানিয়েছেন, কোনও শিশু এই ধরনের আচরণ তখনই করে যখন সে কাঁদে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct