আপনজন ডেস্ক: দীর্ঘ ২০ মাস পর রাজ্যে স্কুল কলেজ খুলেছে। এবার পুরোদমে ক্লাস হওয়ার কথা। কিন্তু রাজ্য জুড়ে ক্লাস করার ব্যাপারে অনীহা দেখা দিয়েছে ছাত্রছাত্রীদের। তাই বিভিন্ন স্কুলের শিক্ষকরা চলে যাচ্ছেন বাড়ি বাড়ি। ‘দুয়ারে শিক্ষক’ কর্মসূচি নিয়ে স্কুল ছূটদের স্কুলে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছেন।
এবার, স্কুল ছুটদের স্কুলে আসার আহ্বান জানিয়ে বিভিন্ন মসজিদের ইমামরা বার্তা দিলেন সমাজে। শুক্রবার জুম্মার নামাযে ইমামরা খুতবা বা বক্তৃতায় স্কুলছুটদের প্রতি আহ্বান জাানলেন তারা যেন শিক্ষাগ্রহী হয়ে উঠে অবিলম্বে স্কুলে যাওয়া শুরু করে। এ নিয়ে ইমামরা কুরআন হাদিসের উপমা দিয়ে শিক্ষার গুরুত্ব সম্পর্কে অবিহত করে স্কুল ছুটদের প্রতি বিশেষ বার্তা দিলেন।
জুম্মার নামাযের আগে খুতবায় ইমামদের এই শিক্ষা সচেতন বার্তা পৌঁছে দিতে দেখা গেল হুগলির জাঙ্গিপাড়া, চণ্ডীতলা ব্লকের বিভিন্ন মসজিদে। এ ব্যাপারে উল্লেখ করা যেতে পারে হুগলির শ্রীহট্ট জামে মসজিদ ও চকতাজপুর জামে মসজিদের কথা।
শ্রীহট্ট জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সামাদ মণ্ডল শুক্রবার জুম্মার নামাযের আগে খুতবায় হাদিস কুরআনের বিভিন্ন বাণী তুলে ধরে বক্তব্য রাখেন। প্রথম অবতীর্ণ হওয়া কুরআনের সূরা আলাক পাঠ করে তার মর্মার্থ পড়ে শোনান। তিনি এই আয়াতের প্রথম শব্দ ‘ইকরা’ বা ‘পড়’ উল্লেখ করে শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন। সেই সঙ্গে ছেলেমেয়েরা যাতে স্কুলছুট হয়ে না পড়ে, তারা যাতে নিয়মিত স্কুল যায়, সে বিষয়ে আভিভাবকদের সচেতন হওয়ার ডাক দেন। স্কুলছুটদের স্কুলের আসার আহ্বান জানান। এ ব্যাপারে ইমাম মাওলানা আব্দুস সামাদ মণ্ডল জানান, ইসলামি শিক্ষায় শিক্ষিত হওয়ার সাথে সাথে প্রথাগত শিক্ষার মাধ্যমে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, বিজ্ঞানীও হতে হবে।
একইভাবে চকতাজপুর জামে মসজিদের ইমাম মাওলানা মোনোয়ার হোসেন সহ পার্শ্ববর্তী এলাকার ইমাম সাহেবরাও ঠিক একই রকম বক্তব্য প্রদান করেন। তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে তারা নাকি আলোচনা করেই এই বক্তব্য দিয়েছেন যাতে করে স্কুলছুট পড়ুয়ারা স্কুলমুখী হয়।
তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতি বিচার করেই এই বার্তা দেওয়া হয়েছে। তাদের কাছে খবর রয়েছে, অনেক পড়ুয়াই স্কুল খোলার পরে আর সে স্কুলমুখ হয়নি। তাই অভিভাবক ও পড়ুয়াদের সচেতন করতে এই উদ্যোগ।
আরও জানা গেছে, শ্রীহট্ট, নেগুড়া, চকতাজপুর, অমরপুর, ঝিঝড়েপোতা, বসন্তপুর, মুন্ডলিকা-সহ জাঙ্গিপাড়া, চণ্ডীতলা ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনদের নিয়ে এই বিষয়ে একটি বৈঠক হয়েছিল জাঙ্গিপাড়ার মাধবপুর জামে মসজিদে। সেখানেই ইমামরা স্কুলছুটদের প্রতি স্কুলে আসার আহ্বান জানানোর সিদ্ধান্ত নেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার সব শ্রেণির মানুষ।
আরও পড়ুন: