আপনজন ডেস্ক: কৃষক আন্দোলনে প্রায় ৭০০ কৃষক মারা গেলেও কেন্দ্রীয় সরকার তাদের কাছে কোনও তথ্য নেই বলায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি এক সাংবাদিক সম্মেলনে শুক্রবার বলেন, প্রধানমন্ত্রী ভীতু, দাম্ভিক। তাই তারা কৃষক আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে চায় না। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের ব্যাপারেও কোনও নির্দিষ্ট আশ্বাস দেয় না। উল্লেখ্য, দিন দুয়েক আগে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার সংসদে জানিয়েছিলেন,
দিল্লি সীমান্তে আন্দোলনে নেমে কতজন কৃষকের মৃত্যু হয়েছে সে ব্যাপারে সরকারের কাছে কোনও রেকর্ড নেই। এব্যাপারে আরও কোনও প্রশ্ন তোলার দরকার নেই বলেও জানিয়েছিলেন তিনি। তাই ক্ষতিপূরণের ব্যাপারেও কোনও নির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়নি সরকারের তরফে। এনিয়ে মোদী সরকারকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
রাহুল সাংবাদিক বৈঠকে কৃষক বিক্ষোভে মৃত ৪০০ কৃষকের নাম প্রকাশ্যে আনেন। তারপর বলেন, সরকার বলছে তাদের কাছে কোনও তথ্য নেই। কিন্তু দেখা যাচ্ছে রেকর্ড রয়েছে। আমরা ন্যূনতম ক্ষতিপূরণের কথা বলছি। প্রধানমন্ত্রী নিজে বলছেন তিনি ভুল করেছিলেন। তিনি ক্ষমাও চেয়েছেন। সেই ভুলের জন্য ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু তাঁদের নামে একটা শব্দও নেই। কেন নেই? সরকারের তো উচিৎ সেই অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ানো। অথচ পঞ্জাব সরকার এই কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে। কেন্দ্রের সরকার দাম্ভিক ও অমানবিক। তারা কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে চায় না। কৃষক আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে চায় না।
আরও পড়ুন: