এহসানুল হক,বসিরহাট,আপনজন: করোনার জন্য গত প্রায় দু’বছর ধরে হজযাত্রা বন্ধ ছিল। করোনার প্রকোপ ক্রমশ শিথিল হওয়ায় হজ যাত্রা আবার শুরু হল হজ নিয়ে সচেতন শিবির । তাই হজে যাওয়ার জন্য রাজ্য হজ কমিটি অনলাইনে আবেদনপত্র জমা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে।২২ সালের ৩১শে জানুয়ারি আবেদন জমা করার শেষ দিন। হজে যাওয়ার জন্য হাজী ও ইমামদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো।রাজ্য থেকে হজযাত্রীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে জেলায় জেলায় কর্মসূচী নিয়েছে রাজ্য হজ কমিটি। বিভিন্ন জেলায় ইমাম-মোয়াজ্জেনদের কাজে লাগানো হচ্ছে। জুম্মার নামায, কিংবা হজ সচেতনতা শিবির করে এই প্রচারের কাজ চলছে। রাজ্য হজ কমিটির আধিকারিক হাজী আয়ুব আলী জানান, তিনি নিজেই প্রচারের কাজে নামছেন। জেলা সফর করে সচেতনতা বৃদ্ধির কাজ করবেন। পাশাপাশি বিভিন্ন ইমাম সংগঠনকে কাজে লাগানো হচ্ছে।
জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ ও প্রাক্তন রাজ্য কমিটির সদস্য একেএম ফারহাদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন এক অনন্য নজির সৃষ্টি করেছেন তিনি বিশেষ করে সংখ্যালঘুদের জন্য প্রায় দু’বছর করোনা মহামারীতে বন্ধ ছিল আবার চালু হয়েছে। আজ প্রশাসনিক দপ্তর থেকে একটি আলোচনা সভা ও সচেতন শিবির অনুষ্ঠিত হয় টাকি সাংস্কৃতিক মঞ্চে। আমরা কাজ করছি হাজীদের জন্য, আজ ইমামদের নিয়ে বিভিন্ন মানুষের কাছে গিয়ে তাদেরকে বোঝানো এবং সচেতন করা যায় নিয়ে সেই নিয়েই এই শিবির। বৃহস্পতিবার দুপুরে হাসনাবাদের টাকি সাংস্কৃতিক মঞ্চে এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ একেএম ফারহাদ, ডেপুটি ম্যাজিস্ট্রেট তপন কুমার মন্ডল,এডুকেশন সুপার ভাইজার মহম্মদ আলী আসয়াদ গাজী, রাজ্য হজ কমিটির সদস্য রাকিবুল আজিজ, রাজ্য হজ কমিটির আধিকারিক হাজী আয়ুব আলী, ইমাম প্রতিনিধি হাসানুজ্জামান, বসিরহাট জেলখানা ইমাম মাওলানা দ্বীন ইসলাম বৈদ্য, শিক্ষক বাকিবিল্লাহ, শিক্ষক নুরুল হক বৈদ্য সহ একাধিক বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct