সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: এক ঝলক দেখলে মনে হবে এই ছবি কোন ভাগাড় কিম্বা নোংরা আবর্জনা ফেলার ভ্যাট। চারদিকে ঘুরে ঘুরে খাবার খাচ্ছে কুকুর, শূকর থেকে কাকেদের দল। কিন্তু এই ছবি আসলে কোন ভাগাড় বা ভ্যাটের নয়। বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের মর্গের সামনে যত্রতত্র ছড়ানো আছে হাসপাতালেরে ব্যবহৃত জিনিসপত্র। ফলে খাবারের লোভে প্রতিদিন ঐ জায়গায় জড়ো হচ্ছে কুকুর, শূকর থেকে কাকেদের দল। ফলে চরম আতঙ্কে এই হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর আত্মীয় থেকে স্থানীয় মানুষজন। তাদের দাবি এখানে মানুষ সুচিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরতে চান। আর অস্বাস্থ্যকর পরিবেশের কবলে পড়ে সুস্থ হয়ে ওঠার জায়গায় মানুষ আরো বেশী অসুস্থ হয়ে পড়বেন। এই অবস্থায় দ্রুত ঐ জঞ্জাল পরিস্কারের দাবি তারা তুলছেন এবিষয়ে বিষ্ণুপুরের সি.এম.ও.এইচ জগন্নাথ সরকার পৌরসভার দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন। তিনি বলেন, এই কাজ পৌরসভার করার কথা। দ্রুত আবর্জনা পরিস্কারের অনুরোধ জানিয়ে একাধিকবার পৌরসভাকে চিঠি দেওয়া হয়েছে, কাজ হয়নি। এই অবস্থায় পৌর প্রশাসক, হাসপাতাল সুপার ও মহকুমাশাসককে নিয়ে আলোচনায় বসবেন বলে তিনি জানান।
বিষ্ণুপুর পুরসভার উপ পুর প্রশাসক গৌতম গোস্বামী বলেন, বিষয়টি আমাদের নজরে আছে। আগে একটি এজেন্সিকে দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই এই কাজ করতো। বর্তমানে তা বন্ধ। পৌরসভার তরফে স্বচ্ছ বিষ্ণুপুর, স্বচ্ছ হাসপাতাল উপহার দেওয়া হবে। আর তাই দ্রুত ঐ সমস্ত জঞ্জাল তারা সরিয়ে ফেলবেন বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct