নিজস্ব প্রতিবেদক,বারাসত,আপনজন: স্বাস্থ্য, শিক্ষা ও সমাজ সচেতনতার বার্তা দিতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ও বারুইপুরের কয়েকটি এলাকার ইমামদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা করল স্বেচ্ছাসেবী সংগঠন আমানত ফাউন্ডেশন। কোভিড-১৯ সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করার সঙ্গে সঙ্গে কীভাবে স্বাস্থ্য সচেতনতায় এগিয়ে যেতে হবে ইউনিসেফের নির্দেশিকা অনুসরণ করে এদিনের আলোচনা সভার আযোজন করে আমানত ফাউন্ডেশন। প্রথম আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার ক্যানিং-এর বাসন্তী ব্লকের ৭ নম্বর ঢুঁড়ি জামা মসজিদে।
মাওলানা রুহুল কুদ্দুসের তত্ত্বাবধানে এই আলোচনা সভায় স্বাস্থ্য সচেতনতা ছাড়াও বাল্যা বিবাহ রোধ, নারী ও শিশু পাচার প্রভৃতি বিষযেও আলোচনা হয়। বাসন্তী বিভিন্ন এলাকার মসজিদের ইমমারা এই আলোচনায় অংশ নেন।
অনুরূপভাবে বারুইপুরের মল্লিকপুর এলাকায় ইমামদের নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় আমানত ফাউন্ডেশনের উদ্যোগে।
এই সভায় মল্লিকপুর সংলগ্ন নানা এলাকা থেকে ইমামরা অংশ নিয়ে উদ্বুদ্ধ হন। বিশেষ করে কোভিড-১৯ পরিস্থিতিতে কীভাবে স্বাস্থ্য সচেতন হওয়া প্রয়োজন তার নিয়ে নানা পরামর্শ দেওয়া। ইউনিসেফের স্বাস্থ্য সচেতনতার অঙ্গ হিসেবে আমানত ফাউন্ডেশন পোলিও কর্মসূচির পূর্ণাঙ্গ বাস্তবায়নের উপরও জোর দেয়। ইমামরা যে যার এলাকায় স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে তৎপর হওয়ার ব্যাপারে অঙ্গীকার করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct