আপনজন ডেস্ক: কলকাতায় বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলেনে যাতে শিল্পপতিরা রাজ্যে বিনিয়োগ করেন, সেই লক্ষ্যে মু্ম্বাই সফর করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাইয়ে শিল্পপতিদের সম্মেলনে এ রাজ্যে লগ্নি করার আহ্বান জানিয়েছিলেন। তার সুফল মিলতে চলেছে। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি, যিনি মূলত মোদি ঘনিষ্ঠ বলেই পরিচিত। সূত্রের খবর, এদিন নবান্নে প্রায় ঘণ্টা দেড়েকের বৈঠক হয় আদানি ও মুখ্যমন্ত্রীর মধ্যে। সেসময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। আগামী বছরের ২০-২১ এপ্রিল কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হওয়ার কথা। তার আগে আদানির মতো শিল্পপতির সঙ্গে মমতার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, তাজপুরে যে গভীর সমুদ্রে বন্দর তৈরি হওয়ার কথা আছে, তাতে বিনিয়োগ করতে পারেন আদানি। পাশাপাশি রাজ্যের অন্যান্য বন্দরেও বিনিয়োগ করতে পারে আদানি গ্রুপ। জানা গিয়েছে, রাজ্যে শিল্পের পরিবেশ কতটা সুগম, সে তথ্য আদানির সামনে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিকে তিনি জানিয়েছেন, এ রাজ্যে ধর্মঘট হয় না, শ্রমিক পাওয়া যায় সহজে। পাশাপাশি রাজ্যে পরিবেশ বান্ধব শিল্পের সুযোগ রয়েছে। হলদিয়া বন্দরে লগ্নি করা আদানি বন্দরেই লগ্নি করতে বেশি আগ্রহ প্রকাশ করেন বলে জানা গেছে। তবে, আদানি গোষ্ঠী বরাবরই মোদী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। শুধূ বৈঠক নয়, আদানি যেভাবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে হাজির থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তাতে মমতার সঙ্গে আদানি গোষ্ঠীর একটা যে সখ্যতা তৈরি হচ্ছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইতিপূর্বে, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে হাজির থাকার আমন্ত্রণ জানিয়ে এসেছেন। মোদিও বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের উদ্বোধনের অনুষ্ঠানে আসার কথা জানিয়েছেন। তাই একই মঞ্চে দেখা হতে মোদি ও মোদি ঘনিষ্ঠ আদানিকে।তবে, এই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে এক সময় মমতা সরব হয়েছিলেন। গত ২৫ ফেব্রুয়ারি আহমদাবাদে সরদার প্যাটেল স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম করার পর স্টেডিয়ামের দুই প্রান্তে অদানি ও আম্বানি গোষ্ঠীর নামে প্যাভেলিয়ন করায় তাদেরকে মোদির দুই ভাই বলে কটাক্ষ করেছিলেন মমতা। রাহুলের সুরে সুর মিলিয়ে মমতা সে সময় বলেছিলেন, ‘দুই ভাই (আদানি ও আম্বানি) স্টেডিয়ামের (নরেন্দ্র মোদী স্টেডিয়াম) দুই দিকে (প্রান্ত) রয়েছে। হাম দো, হামারে দো হো গয়া’। তবে, সেই দিন পাল্টে যাচ্ছে। এবার মোদি ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির সঙ্গে নবান্নে বৈঠক করে নতুন বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct