১৯৪৭
তাপস কুমার বর
স্বাধীনতা তুমি কত রক্তঝরালে,
দেশের স্বাধীনতা আনতে।
কত বীর বিপ্লবী জন্মেছে এ দেশে,
ইংরেজদের অত্যাচার রুখতে।
বিদ্রোহী নজরুল লিখেছে অগ্নিবীণাতে,
দেশের স্বাধীনতা আনতে।
লিখে গেছে বিশ্বকবি জয়গান,
জাতীয় সঙ্গীতের সুর-লয়-ছন্দে।
জাগো দেশের জনগণ....
আর কত অত্যাচার সইবে?
দুশো বছরের শাসন মুক্ত করো,
বীর বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্রের বিদ্রোহ জাগরণে।
জাগো জাগো তেত্রিশ কোটি জনগণ,
স্বদেশ মা আজ কাঁদছে।
অত্যাচারের ওই বিদ্রোহ প্রতিবাদে,
কত বিপ্লবী অত্যাচারের সেলুলার জেলে মরছে।
দেখো প্রতিবাদের কন্ঠচিরে...
ক্ষুদিরাম,ভগৎ সিং,মাতঙ্গিনী হাজরা,
আজ প্রতিবাদে গর্জে উঠেছে।
নিজের লাল রক্তের তাজা প্রাণে....
স্বদেশ মায়ের শৃঙ্খল মোচন করেছে।
আরো কত বিপ্লবীর মহাসংগ্রামে,
আজ নতুন সূর্যোদয়ের আগমন ঘটেছে।
আজ ভারতবাসী নতুন তিরঙ্গ পতাকার বিজয় উৎসবে মেতেছে...
সেই ১৯৪৭সালের ১৫ই আগষ্টে।
আজ মুক্ত কন্ঠচিরে ভারতবাসী বলছে,
আমরা স্বাধীন....
ভারত মায়ের শৃঙ্খল মোচনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct