আমরা ভারতবাসী
মুহাম্মদ শামীম ইসলাম
মহাবীরেরা বিদ্রোহ করে
ব্রিটিশ আমল করল শেষ,
উনিশ শত সাতচল্লিশ সনে
স্বাধীন হল মোদের দেশ।
ফজলে হক, ক্ষুদিরাম বসু
এরা ভারতের মহাবীর,
ব্রিটিশ শাসকের ডরে কভু
করেনি নয় শির।
স্বাধীনের তরে আন্দোলনকারী
মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধী,
আসিফ আলী, আসফাকুল্লাহ
আরো মহাত্মা গান্ধী।
সংগ্রামী ছিলেন সুভাষ চন্দ্র,
খাঁন আব্দুল গফফার খাঁন,
মাওলানা আবুল কালাম আজাদ,
শহীদ টিপু সুলতান।
দেশ স্বাধীনে অংশ ছিল
কবি আল্লামা ইকবাল,
সাহনাওয়াজ খাঁন, তিতুমীর
আরো ছিল জহরলাল।
শাহ ওয়ালিউল্লাহ, এনায়েতুল্লাহ
বিনয়, বাদল, দিনেশ,
বেগম হজরত মহল, মাতঙ্গিনী
ভালোবেসেছেন স্বদেশ।
দেশের স্বার্থে দিয়েছে প্রাণ
করেনি তারা ডর,
ফাঁসিতে ঝুলে, গুলির আঘাতে
মরেও তারা অমর।
দেশবাসীর নিমিত্তে তারা
নিবেদিত প্রাণ,
তাই দেশ প্রেমী বন্ধুদের
জানাই গো সম্মান।
হিন্দু-মুসলিম সর্ব জাতির
রয়েছে এতে অবদান,
মোরা ভারতবাসী গেয়ে যাই তাই
স্বাধীনতার জয়গান।
পনেরোই আগষ্ট স্বাধীনতা দিবস
ফোটায় মুখে হাসি,
তেরঙ্গা পতাকা হাতে নিয়ে বলি
আমরা ভারতবাসী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct