স্বাধীনতা তুমি কার?
শ্যামল রায়
স্বাধীনতা তুমি কার?
আমার না আমার বেঁচে থাকার কাছে
উদীয়মান সূর্য
না কৃষ্ণগহ্বরে লুকিয়ে বেঁচে থাকা?
স্বাধীনতা তুমি কার?
স্বাধীনতা তুমি কি ডাল-ভাতে আছো?
না ৭৫টি বছর ধরে
কোথায় শীতঘুম দিয়ে
আমাদেরকে চুপচাপ রেখে দিয়েছো?
স্বাধীনতা তুমি কার?
বেঁচে থাকার জন্য না, চুপচাপ বেঁচে থাকা,
মরার মত পড়ে থাকা ,না দুচোখ মেলে
চিৎকার করে বলি এসো
আমরা বেশ ভাল আছি আমার দেশে
বাক স্বাধীনতা নিয়ে সেই সাথে ডাল ভাত খেয়ে।
স্বাধীনতা তুমি কার?
আমার, না ,তোমার না ধান্দাবাজদের।
স্বাধীনতা বছরের পর বছর হয়
কিন্তু মহিলার কোমরে গামছা বাঁধা অবস্থায়
মাথার উপর খড়ের আটি, সবজির ঝাঁকা
না ইটভাটার নাবালক শ্রমিকের শ্রম দেওয়া
এই স্বাধীনতা কার আমার না আমার দেশের?
স্বাধীনতা তুমি কার শুধুই কি ধান্দাবাজদের
না আমরা যারা অসংখ্য গরিব মানুষ খেটে খাই দেশের জন্য রক্ত ঝরাই
এই দেশ স্বাধীন দেশ আমার তোমার।
সকাল থেকে রাত এখনো নেই ন্যায্য মজুরি
এখনো নেই কাজের সঠিক দিশা
এখনো নেই দু’মুঠো ডাল-ভত খেয়ে
নিশ্চিত ঘুমানোর কথা
অথচ আমরা করেছি স্বাধীন পরাধীনতার হাত থেকে
মুক্ত করেছি আমার দেশ স্বাধীন দেশ ভারত বর্ষ।
পতপত করে তেরঙ্গা পতাকা ওড়াই
শিশুদের হাতে লজেন্স দিয়ে বলি জয় হিন্দ
জয় ভারত বর্ষ জয় হিন্দ
আমার দেশ তোমার দেশ পেয়েছি স্বাধীনতা
কিন্তু একাধিক প্রশ্ন
এখনও বলি চোখের জল ফেলি
আমার প্রিয় স্বাধীন দেশে ভারতবর্ষে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct