আব্দুস সামাদ মন্ডল, কলকাতা: পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির গঠনের প্রক্রিয়া অরোও একধাপ এগিয়ে গেল। বুধবার দুপুরে আলিয়া বিশ্ববিদ্যালয়ে পার্ক সার্কাস ক্যাম্পাসে এমএসইউ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্য রক্ষার্থে আন্দোলন জোরদার করতে নানা আলোচনা হয়। তাদের দাবি না মানা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে, অবস্থান বিক্ষোভের ৫৯ তম দিনে আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্টাডি সেন্টারের প্রতিনিধিদের নিয়ে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভায় ফুরফুরা সেন্টার থেকে কয়েকজনকে কেন্দ্রীয় কমিটির পদাধিকারী হিসেবে নিযুক্ত করা হয়, সেই সঙ্গে প্রতিটি স্টাডি সেন্টার থেকে কেন্দ্রীয় কমিটিতে কয়েকজনকে করে নিযুক্ত করা হয় বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা জানান। তারা হলেন আব্দুস সামাদ মন্ডল কে সহসভাপতি,তানজিল মন্ডলকে সহসম্পাদক এবং আরিফুল ইসলামকে যুগ্ন সহসম্পাদক হিসাবে মনোনীত করা হয়। ধাপে ধাপে মাদ্রাসা ছাত্র ইউনিয়নকে এভাবেই মজবুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct