অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মহিলা কর্মী ও সমর্থকেরা। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অন্তর্গত ৫ নং দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের দাড়ালহাট এলাকায় এই যোগ দান কর্মসূচী অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জল বসাক, দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্য দলীয় নেতা-নেত্রীরা। সদ্য যোগদানকারীদের হাতের দলীয় পতাকা তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা। এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল কুমার বসাক জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন দল থেকে মহিলারা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কয়েক মাস ধরে নিয়মিত আমাদের যোগদান কর্মসূচি চলছে। এই যোগদানের ফলে শুধু এই অঞ্চল নয়, সমগ্র তপন ব্লকের সংগঠন অত্যন্ত মজবুত হবে। যারা যোগদান করলেন, তাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে এই মানুষগুলি আগামীতে তাদের ভূমিকা পালন করবে।আগামী দিনে আরো মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন । তাদের সকলকে স্বাগত জানাই।
অন্যদিকে, এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী জানান, ‘এখানে তৃণমূল মহিলা কংগ্রেসের সাংগঠনিক সভায় প্রায় ১৪৩২ জন মহিলা আজ বিজেপি সহ অন্যান্য দল থেকে তৃণমূলে যোগদান করলেন। এটা নিশ্চিতভাবে তৃণমূল মহিলা কংগ্রেসের শক্তি বৃদ্ধি করবে। আগামীতে যে নির্বাচন গুলো রয়েছে সেগুলোতে আমরা বিপুল পরিমাণ ভোটে জয় যুক্ত হতে পারব। এবং আজকে দ্বীপ খন্ডার মাটিতে আরেকবার প্রমাণিত হল, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের যে সম্মান ও স্বীকৃতি বাংলার বুকে দিয়েছেন তারই ফলশ্রুতি হিসেবে মহিলারা আজকে তাঁর প্রতি সেই কর্তব্য ও দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। আগামীতে ২৪ এর লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রীর আসনে আসীন করবেন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct