আপনজন ডেস্ক: সাধারণ মানুষকে খানিকটা স্বস্তিতে দিয়ে পেট্রোলের দাম কমল দিল্লিতে। জানা গিয়েছে রাজধানিতে পেট্রোলের দাম লিটারে ৮ টাকা করে কমেছে। কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি রাজ্য সরকার নাকি ভ্যাট ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯ দশমিক ৪০ শতাংশ করার পেট্রোলের দামে এত তফাৎ এসেছে। জানা গিয়েছে, রাজ্য সরকারের এ সিদ্ধান্তের ফলে ১ ডিসেম্বর থেকে দিল্লিতে পেট্রোলের প্রতি লিটারে দাম কমছে ৮ টাকা।গত ৪ নভেম্বর এর আগে পেট্রোল ও ডিজেলে আবগারী শুল্ক কমায় কেন্দ্রীয় সরকার। তাতে ডিজেলের প্রতি লিটার ১০ টাকা ও পেট্রোলে লিটারে ৫ টাকা কমে যায়।ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে এই মুহূর্তে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৩.৯৭ টাকা। ডিজেল বিক্রি হচ্ছে ৮৬.৬৭ টাকা লিটারে। মুম্বাইয়ে এখন প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৯.৯৮ টাকা। সেখানে ডিজেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ৯৪. ১৪ টাকা। এই মুহূর্তে কলকাতায় পেট্রোল প্রতি লিটার ১০৪.৬৭ টাকায় বিক্রি হচ্ছে। ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৮৯.৭৯ টাকায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct