আপনজন ডেস্ক: করোনার পরিস্থিতি স্বভাবিক হতে না হতেই নতুন আতঙ্ক ওমিক্রন। করোনার নতুন এ ভ্যারিয়েন্ট রুখতে ঝুঁকি না নিয়ে আগেভাগেই বিদেশি পর্যটকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো সিকিম সরকার। করোনার কারণে দীর্ঘদিন এমনিতেই উত্তরবঙ্গের পর্যটন শিল্প ধাক্কা খেয়েছে। তবে দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ধীরে ধীরে ছন্দে ফিরছিল উত্তরের পর্যটন শিল্প। কিন্তু নতুন করে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের আতঙ্কে ক্ষতির মুখে পড়তে পারে উত্তরের পর্যটন শিল্প।শীতের সময়টাকে উত্তরবঙ্গ এবং সিকিমে পর্যটনের মৌসুম ধরা হয়। সিকিমে এরইমধ্যে আনাগোনা শুরু হয়েছে পর্যটকদের। উত্তরবঙ্গের পাশাপাশি সিকিমের পর্যটন সার্কিটে প্রায় আট থেকে দশ শতাংশ বিদেশি পর্যটক এসে থাকেন। এই ভরা পর্যটন মৌসুমে বিশ্বজুড়ে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট আতঙ্ক দেখা দিতেই ঝুঁকি এড়াতে আগেভাগে বিদেশি পর্যটকদের জন্য দরজা বন্ধ করলো সিকিম সরকার। ইতিমধ্যে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে সিকিমের স্বরাষ্ট্র দপ্তর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct