আপনজন ডেস্ক: আগামী ১৫ই ডিসেম্বর থেকে আন্তর্জাতিক উড়ান চালুর কথা থাকলেও আপাতত তা হচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। বিবৃতিতে যে দেশগুলিকে করোনা সংক্রমণের হাই রিস্ক জোনে রাখা হয়েছিল, সেই সব দেশের সঙ্গে আন্তর্জাতিক উড়ান রুট বন্ধ রেখেছিল কেন্দ্র। বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিএ জানিয়েছে, নির্ধারিত বাণিজ্যিক আন্তর্জাতিক যাত্রী পরিষেবাগুলি পুনরায় চালু করার কার্যকর তারিখ যথাসময়ে জানানো হবে। করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের ২৩শে মার্চ থেকে নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইটগুলি স্থগিত রয়েছে। করোনা পরিস্থিতি দেশে আপাতত নিয়ন্ত্রণে থাকায় আন্তর্জাতিক বিমান চালুর পরিকল্পনা করেছিল ভারত। কিন্তু ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। ফলে সাবধানতা অবলম্বন করার জন্য এই সিদ্ধান্ত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন একটি সার্কুলারে ডিজিসিএ বলেছে, যে উদ্বেগের নতুন রূপের উত্থানের সাথে ক্রমবর্ধমান বৈশ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, সমস্ত স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ করে পরিস্থিতিটি পর্যবেক্ষণ করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct