আপনজন ডেস্ক: মোবাইলে অনেক সময় কোনো লেখা বা কারো ছবি দেখতে গিয়ে সেভ করার সুযোগ থাকে না। এক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে সেটাকে সংরক্ষণ করা আরও বেশি সহজ। মোবাইলে এই কাজ সহজ হলেও ট্যাব, কম্পিউটারে বেশ কঠিন মনে হয়। তবে বাস্তবে ট্যাব, কম্পিউটার, স্মার্ট ওয়াচেও স্ক্রিনশট নেওয়া যায়।খুব সহজেই এসব ডিভাইসে স্ক্রিনশট নিতে পারবেন। বিভিন্ন থার্ড পার্টি টুল ব্যবহার করেও স্ক্রিনশট নেওয়া যায়। আবার ডিভাইসের সফটওয়্যার দিয়েও নেওয়া যায় স্ক্রিনশট। অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবে যেভাবে স্ক্রিনশট নেবেন। একেক ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ডিভাইসের সফটওয়্যার একেক ধরনের হয়ে থাকে। যার ফলে প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিনশট নেওয়ার একই পদ্ধতি কাজ নাও করতে পারে। বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে Power Button + Volume Down Key একসঙ্গে চাপলে স্ক্রিনশট নেওয়ার সুবিধা রয়েছে। অ্যান্ড্রয়েড ট্যাবসমূহ যেহেতু একই অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। তাই ফোনের মতো একই উপায়ে স্ক্রিনশট তোলা যাবে।
উইন্ডোজ ১১-তে স্ক্রিনশট নেওয়ার উপায়। উইন্ডোজ ১১ চালিত কম্পিউটারে Alt Key + PrtSc Key একসঙ্গে প্রেস করে স্ক্রিনশট নেওয়া যাবে। এছাড়াও Windows Key + PrtSc Key একসঙ্গে প্রেস করে স্ক্রিনশট নেওয়া যাবে। যা Pictures > Screenshots ডিরেক্টরিতে সেভ হবে।এছাড়াও গেমিং বার এর নাম বদলে এক্সবক্স গেমিং বার রাখা হলেও এখনো Windows Key + G Key একসঙ্গে প্রেস করলে এই গেমিং বার এর দেখা মিলবে উইন্ডোজ ১১ তে। Windows Key + Alt Key + PrtSc একসঙ্গে প্রেস করে গেমিং বার ওপেন না করেই স্ক্রিনশট নেওয়া যাবে।
উইন্ডোজ ১০ এ স্ক্রিনশট নেওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে PrtScn/Print Screen কি প্রেস করা। বেশিরভাগ কিবোর্ডে উপরের সেকশনে এই বাটনটি দেখা যায়। এই কি চেপে স্ক্রিনশট নেওয়ার পর Ctrl + V চেপে উক্ত স্ক্রিনশট পেস্ট করা যায়। প্রিন্ট স্ক্রিন বাটন চেপে স্ক্রিনশট নিলে সেটি প্রথমে ক্লিপবোর্ডে কপি হয়ে থাকে। নিজে নিজে কোথাও ইমেজ ফাইল আকারে সেভ হয়না। তবে আপনি চাইলে মাইক্রোসফট পেইন্ট বা অন্য প্রোগ্রাম ওপেন করে ইমেজটি পেস্ট করে সেভ করতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct