রাজু আনসারী, অরঙ্গাবাদ: রাস্তায় ব্যাংকের পাসবুক সহ টাকা কুড়িয়ে পেয়ে স্কুলে জমা করে সততার নজির গড়ল অষ্টম শ্রেণী উত্তীর্ন এক পড়ুয়া। মঙ্গলবার এমনই ঘটনার সাক্ষী রইলো মুর্শিদাবাদ জেলার ফরাক্কার অর্জুনপুর হাইস্কুল চত্ত্বর। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে অর্জুনপুরের বাজারে টাকা সহ দুটি ব্যাঙ্কের পাশ কুড়িয়ে পায় সামিম শেখ নামে এক ছাত্র। দুটি পাসবুকের মধ্যে ছিলো আড়াই হাজার টাকা। কিন্তু টাকা এবং পাসবুক পেয়েই সোজা স্কুলের স্যারদের কাছে চলে যায় সামিম। অর্জুনপুর স্কুলের শিক্ষকদের পুরো ঘটনা জানিয়ে তা শিক্ষকদের কাছে জমা করে সেই পড়ুয়া। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে স্কুলের শিক্ষক মশাইরা তার কাছ থেকে টাকা ও ব্যাঙ্কের পাশ বই জমা নেন। পাশ বই এ প্রকৃত মালিকের নাম ঠিকানা নিয়ে নিদিষ্ট ব্যক্তিদের তা তুলে দেওয়া হবে বলেই জানিয়েছেন স্কুলের শিক্ষক মশাইরা। এদিকে পড়ুয়ার এমন মহৎ কাজে খুশি হন স্কুলের প্রধান শিক্ষক সহ সহকারি শিক্ষক শিক্ষিকাগণ। শিক্ষক দ্বিপায়ন তরফদার, রাকিবুল ইসলামরা জানা, এমন ছাত্রই তো আমাদের স্কুল, সমাজ ও দেশে খুব দরকার। রাস্তায় টাকা এবং পাসবুক কুড়িয়ে পেয়ে প্রকৃত মালিকের কাছে তা পৌঁছে দিতে যেভাবে স্কুলে এসে জমা করে সততার পরিচয় দিয়েছে সামিম নামে ওই পড়ুয়া তার জন্য আমরা গর্বিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct