আপনজন ডেস্ক: মিশরের কুখ্যাত আল-আকরাব হাই সিকিউরিটি কারাগারে হামদি হাসান নামে মুসলিম ব্রাদারহুডের সাবেক এমপি মারা গেছেন। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, কারাগারে বিনা চিকিৎসায় মারা গেছেন ব্রাদারহুডের প্রাক্তন এই এমপি।
সাবেক এমপি হামদি হাসান গত বৃহস্পতিবার কুখ্যাত আল-আকরাব কারাগারে মারা যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমপির পরিবার তার মৃত্যুর খবর জানিয়েছেন।
কী কারণে কারাগারে তার মৃত্যু হয়েছে, কারা কর্তৃপক্ষ তা জানায়নি। তবে এল-শেহাব নামে দেশটির একটি মানবাধিকার সংস্থা তাদের অফিসিয়াল ফেজবুক পেজে দাবি করেছে, ব্রাদারহুডের সাবেক এই এমপি কারাগারে বিনাচিকিৎসায় মারা গেছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি গণবিক্ষোভের মুখে হোসনি মোবারকের পতন হয়। এরই মধ্যে মুসলিম ব্রাদারহুডের রাজনীতি নিষিদ্ধ থাকায় দলটির প্রত্যক্ষ সমর্থনে ‘মুসলিম ব্রাদারহুড ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি’ (এফজেপি) নামে নতুন রাজনৈতিক দল গঠিত হলে মুরসি তার চেয়ারম্যান নিযুক্ত হন। ২০১২ সালে মে ও জুনে দুই পর্বের নির্বাচনে অংশ নিয়ে বিপুল জনসমর্থনে রাষ্ট্রপতি নির্বাচিত হন মুরসি।
এ সময় মুসলিম ব্রাদারহুড ও এফজেপি আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ মুরসিকে ‘মিসরের সর্বস্তরের মানুষের রাষ্ট্রপতি’ হিসেবে স্বীকৃতি দেয়।
তবে ক্ষমতাগ্রহণ করেই দীর্ঘ সামরিক শাসনের যাঁতাকলে ক্ষয়িষ্ণু মিসরকে পতনের হাত থেকে রক্ষার জন্য দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেননি মুরসি।
আরও পড়ুন: