আব্দুস সামাদ মন্ডল, কলকাতা: বিধায়ক নওশাদ সিদ্দিকী এর উপর তৃণমূলের হামলা হয়েছে বলে নিজেই অভিযোগের কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়। ভাঙ্গড় বিধানসভা তথা তৎকালীন সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী।
তিনি বিধায়ক হওয়া সত্ত্বেও খুব একটা যে শান্তির সান্নিধ্যে যে আছে তা কিন্তু মোটেও নয়।
মাস কয়েক আগে তিনি অভিযোগ করেছিলেন ভাঙ্গরে তাকে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে না অভিযোগের তীর ছিল তৃণমূলের দিকে।
তিনি অভিযোগ করেছিলেন তার কর্মীদেরকে নাকি বেছে বেছে অত্যাচার করা হচ্ছে ঘরবাড়ি কারখানা জ্বালিয়ে দেয়া হয়েছে। তার মূলেও তৃণমূল বলে অভিযোগ। তবে গতকাল একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন হাওড়া জেলার উলুবেড়িয়াত।
বিধায়কের কথামতো সন্ধ্যার সময় নামাজ পড়ার জন্য এক মসজিদে গিয়েছিলেন। নামাজও পড়েছেন বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তাকে দেখে উদ্দেশ্য করে এমনকি ফুরফুরা শরীফ কে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা এমনকি মাথা ফাটিয়ে দেবো পা ভেঙে দেবো বলে হুমকিও দেয় তৃণমূলের নেতারা। এও বলেন এটা তৃণমূলের এলাকা তুই আইএসএফ করিস এখানে আছিস না। তুই আমাদের মসজিদে আসবি কেন? এসব অভিযোগ করেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।
তিনি আরও বলেন, ওখানে প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন তারা এগিয়ে এসে বাধা না দিতেন তাহলে আমাকে শারিরীক হেনস্থা করত। নওশাদ সিদ্দিকী বলেন, আমি রাজাপুর থানায় অভিযোগ করেছি। প্রশাসন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct