আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনদিনের সফরে মুম্বাইয়ে। মুম্বাইয়ে পা দিয়েই মঙ্গলবার তিনি সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দেন। এদিনই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে অসুস্থ থাকায় তার ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করেন। আদিত্য ঠাকরের সঙ্গে ছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও। একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়ে মুখ্যমন্ত্রী এভাবেই তিনি শুর করেন মুম্বাই পর্ব। তার কর্মসূচির মধ্যে যেমন রয়েছে শিল্পপতিদের বিশ্ব বাংলা সম্মলেন হাজির থাকার আমন্ত্রণ এবং বাংলায় বিনিয়োগ করার জন্য শিল্পপতিদের সঙ্গে বৈঠক তেমনি একাধিক দলের রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে বৈঠকও। বুধবার এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসবেন মমতা। এদিন মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়ে বেরিয়েই মুম্বইবাসীর উদ্দেশে বললেন ‘জয় মারাঠা’। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য প্রার্থনা করেন বলেও জানান তিনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে হাসপাতালে ভর্তি থাকায় মমতার সঙ্গে দেখা হচ্ছে না। তার পরিবর্তে মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে এবং শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বৈঠকে বসেন।
তৃণমূল সূত্র জানিয়েছে, মূলত লগ্নিকে পাখির চোখ করে বাণিজ্যনগরীতে মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ে থাকাকালীন একাধিক শিল্পপতির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। তবে, বিজেপি বিরোধী জোটকে শক্তিশালী করতেও তিনি তৎপর হবেন। এই মুহূর্তে বিজেপি-বিরোধী জোটের প্রধান মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই এগিয়ে রাখছেন রাজনীতিবিদরা। তবে, শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর কী বার্তা দেন মমতা তার দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। কারণ, এর আগে শরদ পাওয়ার বিজেপি বিরোধী দলের প্রধানমন্ত্রীর মুখ জিসেবে মমতার পক্ষে সওয়াল করেছিলেন। এবার তার সঙ্গে সাক্ষাতের পর শরদ পাওয়ার সেই ঘোষণা করে দিতে পারেন বলে জোর জল্পনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct