আপনজন ডেস্ক: কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে স্থানীয় সময় রবিবার হামলার ঘটনায় বাস্তুচ্যুত ২২ জনের প্রাণ গেছে। একজন ত্রাণকর্মীর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।উদ্বাস্তুদের ক্যাম্পে এক সপ্তাহের মধ্যেই দুইবার হামলার ঘটনা ঘটল। এর আগের হামলায় মারা গেছে ২৯ জন। সেই ক্ষত না শুকাতেই আবারও হামলার ঘটনা ঘটল। রেডক্রস কো-অর্ডিনেটর মামবো বাপু ম্যান্স এএফপিকে বলেছেন, দুটি গণকবরে ২০ জনকে সমাহিত করা হয় তাৎক্ষণিকভাবে। পরে আরো দুজনকে সমাহিত করা হয়েছে। সশস্ত্রগোষ্ঠী ওই ক্যাম্পে হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, সশস্ত্রগোষ্ঠী কডেকো ওই এলাকায় মাথাচাড়া দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct