মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষা ২০২২
মাধ্যমিকের সংশোধিত(সংক্ষিপ্ত) সিলেবাস অনুসারে “জীবন বিজ্ঞান” বিষয়ে একটি মডেল প্রশ্ন সেট
প্রিয় ছাত্র ছাত্রী, তোমরা যারা এবছর মাধ্যমিকও হাই মাদ্রাসা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহন করছো, তোমাদের কে জানাই আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। করোনা মহামারীর জেরে দীর্ঘ কয়েক মাস স্কুল বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গ সরকার আবার নতুনভাবে স্কুল খোলার নির্দেশ দিয়েছে, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো তোমাদের পরীক্ষার সময়সূচি। করোনার কারণে তোমাদের দীর্ঘদিন পঠন-পাঠন বন্ধ থাকার জন্য প্রতিটি বিষয়ের সিলেবাস সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। আমি তোমাদের কে জীবন বিজ্ঞান বিষয়ের সিলেবাস সম্পর্কে কিছুটা ধারনা দিচ্ছি। জীবন বিজ্ঞানের প্রথম তিনটি অধ্যায় এবছর পরীক্ষার জন্য সিলেবাস নির্ধারিত হয়েছে ( ১) জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় (২) জীবনের প্রবাহমানতা(৩) বংশগতিএবং কয়েকটি সাধারণ জিনগত রোগ
কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হবে, প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজন নিম্নে দেওয়া হলো
সিলেবাস কে সামনে রেখে একটি মডেল কোশ্চেন পেপার তোমাদের সামনে তুলে ধরা হলো, তোমরা এর থেকে ধারণা পেতে পারো কি ধরনের প্রশ্ন আসতে পারে। তোমাদের সাফল্য কামনা করি।
১.প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ: ১×১৫=১৫
১.১ ট্রপিক চলন এর নিয়ন্ত্রক হল----
(ক) উদ্দীপকে উৎস ( খ) উদ্দীপকের গতিপথ
(গ) উদ্দীপকের তীব্রতা (ঘ)উদ্দীপকের বক্রতা
১.২ উদ্ভিদের ক্ষেত্রে বার্ধক্যকে দীর্ঘায়িত করে---
(ক )ইথিলিন (খ) অক্সিন (গ) জিব্বেরেলিন ( ঘ) সাইটোকাইনিন
১.৩ রক্তজালক এ সংকোচন ঘটিয়ে রক্তচাপ বাড়িয়ে তোলার জন্য দায়ী হরমোন এর নাম
(ক)ICSH (খ)FSH (গ)ACTH(ঘ)ADH
১.৪ নিম্নলিখিত কোন কোষে অ্যা নস্ট্রাল মাইটোসিস দেখা যায়?
(ক) পাকস্থলী কোষে (খ)WBC (গ) নেফ্রনে( ঘ) পেঁয়াজের মূলে ।
১.৫ RNA অ্যাডেনিন কার সাথে মিলিত হবে?
(ক) থাইমিন এর সাথে (খ) গুয়ানিন এর সাথে (গ)ইউরাসিল এর সাথে (ঘ) সাইটোসিন এর সাথে
১.৬ নিচের কোনটি সঠিক?
(ক) হাইড্রা _--- কোরকোদগম (খ) প্লাজমোডিয়াম ----খন্ডীভবন (গ) প্ল্যা নেরিয়া--- বহুবিভাজন (ঘ) অ্যামিবা ---রেনু উৎপাদন
১.৭ অসম্পূর্ণ প্রকটতা F2 তে জিনোটাইপ অনুপাত হবে
(ক) 1:1:1:1(খ)3:1 (গ)9:3:3:1 (ঘ)1:2:1
১.৮ নিচের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল নির্বাচন করেননি
(ক) ফুলের অবস্থান (খ) ফলের বর্ণ (গ) কান্ডের বর্ণ (ঘ) ফুলের বর্ণ
১.৯কোন উদ্ভিদ হরমোন কে বৃদ্ধি প্রতিরোধী হরমোন বলে?
(ক) আবসিসিক অ্যাসিড( খ) অক্সিন (গ)সাইটোকাইনিন (ঘ) জিব্বেরেলিন
১.১০ অন্তক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না
(ক) অ্যাড্রিনালিন (খ) ইনসুলিন (গ) পেপসিন (ঘ) থাইরক্সিন
১.১১ পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়
(ক) মৌমাছি (খ) মশা (গ) মানুষ (ঘ) হাইড্রা
১.১২ অর্ধ বায়বীয় কান্ডের মাধ্যমে জনন সম্পন্ন করে
(ক) পেঁয়াজ (খ) আদা (গ) আলু (ঘ) কচুরিপানা
১. ১৩ সবচেয়ে উন্নত ধরনের কলম হল
(ক) জোড় কলম (খ) শাখা কলম (গ) দাবা কলম (ঘ) গুটি কলম
১.১৪ বংশগতির একক হল
(ক) ক্রোমোজোম (খ) জিন (গ)DNA (ঘ)RNA
১.১৫ কোন ফ্যাক্টর এর অভাবজনিত কারণে হিমোফিলিয়া A হয়?
(ক) ফ্যাক্টর IX (খ) ফ্যাক্টর VIII (গ) ফ্যাক্টর X (ঘ) ফ্যাক্টর XII
বিভাগ খ
২.নিচের 26 টি প্রশ্ন থেকে যেকোনো 21 প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখ। 21×1=21
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct