আপনজন ডেস্ক: গোয়ার পর এবার মুম্বাই সফর করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের মু্ম্বাই সফরে সোমবার রওনা দেবেন তিনি। সূত্রের খবর, কৌশলে কংগ্রেসকে চাপে রাকতে বিরোধী ঐক্যকে আরও সুদৃঢ় করতে মমতা এবার শরদ পাওয়ার ও শিবসেনার সঙ্গে সমঝোতায় আসতে চাইছেন। বর্তমানে মহারাষ্ট্রে ক্ষমতায় রয়েছে এনসিপি শিবসেনা জোট। আর এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বিরোধী দলের প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সিংহভাগ সমর্থন। তাই মমতার এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। তবে অন্য সূত্র জানিয়েছে, মমতা মূলত সেখানকার শিল্পপতিদের সঙ্গে দেখা করে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে হাজির হওয়ার আমন্ত্রণ জানাবেন যাতে তারা বিনিয়োগ করেন রাজ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct