আপনজন ডেস্ক: করোনা মহামারির দেড় বছর পর দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তবে ভারতের বিভিন্ন রাজ্য থেকে শিক্ষার্থীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এবার উড়িশ্যার একটি স্কুলের ২৫ শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। ময়ূরভঞ্জ জেলার প্রধান চিকিৎসক ডা. রূপভানু মিশরা জানান, ময়ূরভঞ্জ জেলায় সরকারি একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তিনি আরও জানান, কিছু শিক্ষার্থীর কাশি, ঠান্ডাজনিত জটিলতা ও জ্বর হওয়ার কারণে করোনা পরীক্ষা করা হয়। এতে প্রথমে ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে আরও কয়েকজনের পজিটিভ রিপোর্ট ধরা পড়ে। ডা. আনিতা সিং বলেন, 'বাইরে থেকে কিছু শিক্ষার্থী এসেছিল। ধারণা করা হচ্ছে, তাদের মাধ্যমে ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে।' স্কুলটিতে ২৫৬ জন শিক্ষার্থীসহ ২০ জন স্টাফ রয়েছেন। একটি মেডিকেল টিম ও স্কুল কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct