আপনজন ডেস্ক: নিজের গোড়ালি নিয়ে বরাবরই ভয়ে থাকেন নেইমার। পিএসজিতে যোগ দেওয়ার পর গোড়ালির চোটে কম ভুগতে হয়নি তাঁকে। আজ আরও একবার সেই গোড়ালি চোখে জল এনে দিয়েছে তাঁর। সেঁত এতিয়েনের বিপক্ষে লিগ ‘আঁ’র ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নতুন এই চোট তাঁকে কত দিন মাঠের বাইরে রাখবে, সেটা এখনই জানার উপায় নেই। তবে আশার কথা শোনাচ্ছেন নেইমার। আরও শক্তিশালী হয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন নেইমার। সেঁত এতিয়েনের বিপক্ষে ম্যাচের ৮৪ মিনিটেই হলো সর্বনাশ। এতিয়েনের ইভান মাকোর ট্যাকল থেকে বাঁচতে লাফ দিয়েছিলেন। কিন্তু তাঁর বাঁ পা পড়ে মাকোর ডান পায়ের ওপর। বেকায়দাভাবে পা পড়ায় তাল সামলাতে পারেননি, গোড়ালি বেঁকে যায় নেইমারের। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে ওঠেন, কান্নাও করেছেন। কিছুক্ষণ অপেক্ষার পর সবাই বুঝতে পারেন, চোট গুরুতর। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান তারকাকে। পিএসজিতে যোগ দেওয়ার পর প্রথম দুই মৌসুমের শেষভাগে নেইমারকে পায়নি তাঁর ক্লাব। দীর্ঘমেয়াদি চোট পিএসজির চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন শেষ করে দিয়েছিল। গত দুই মৌসুমে নেইমার চোটমুক্ত থাকায় টানা দুই টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছে পিএসজি, প্রথমবারের মতো ফাইনালেও উঠেছে। তাই নতুন করে নেইমারের চোট দলের চিন্তা বাড়িয়ে দিয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ মরিসিও পচেত্তিনো জানিয়েছেন, নেইমার এখনো ব্যথায় কাতরাচ্ছেন, গোড়ালি মচকে গেছে তাঁর। আগামীকাল সোমবার পরীক্ষা করে দেখা হবে, চোট কতটা গুরুতর। ওদিকে নেইমার বলে দিয়েছেন, যত গুরুতরই হোক, তিনি আরও ভালোভাবে ফিরে আসবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct