আব্দুস সামাদ মণ্ডল, বিষ্ণুপুর, আপনজন: প্রত্যন্ত গ্রামের অসহায় গরিব মানুষদের সাহায্যার্থে এগিয়ে এল বগডহরা রিলিফ ফান্ড ও বিবেকানন্দ হসপিটাল। এদিন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বগডহরা সিদ্দিকীয়া হাই মাদ্রাসায় (মডেল) মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বগডহরা ও পার্শ্ববর্তী গ্রামের শতাধিক রোগীরা সকাল থেকেই ভিড় জমায় মাদ্রাসা প্রাঙ্গণে।
এদিন বেলা বারোটা নাগাদ শুরু হয় চিকিৎসার কর্মযোগ্য প্রায় দশ জন ডাক্তার বাবু ও নার্স মিলে পরিষেবা দেওয়া শুরু করেন।মুলতো আজকে যে পরিষেবাগুলি দেওয়া হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইসিজি,সিবিজি,বিপি ইত্যাদি পরিষেবা। বিবেকানন্দ হসপিটালের প্রধান ডাক্তার মুকেশ কুমার আগরওয়ালা বলেন আমরা প্রত্যন্ত গ্রামে যাচ্ছি মানুষদের পরিষেবা দিচ্ছি খুব ভালো লাগছে নিজেদেরকে, আমাদের পরিকল্পনা গ্রাম্য এলাকা সাধারণ গরিব মানুষেরা ফ্রী পরিষেবা নিয়ে সুস্থ থাকুক। এই মেডিকেল ক্যাম্প অরগানাইজ করেন গ্রামের ডাক্তার ইজাজুল আলি খান। তিনি বলেন গ্রামের মানুষদের এই পরিচয় দিতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। বগডহরা রিলিফ ফান্ডের নেতৃত্ব মিশকাতুল মন্ডল বলেন, আমরা সারা বছর বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করি। এবারে এই অনুষ্ঠানটি আমাদের কাছে নতুন। ভবিষ্যতে আরো অনেক সামাজিক কাজকর্ম করব।
আরও পড়ুন: