নায়ীমুল হক ,কলকাতা, আপনজন: নভেম্বর মাসের শেষ রবিবার রাজ্যের দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে অনলাইনে অ্যাপটিটিউড টেস্ট এর আয়োজন করা হয়েছিল। যোগ দিয়েছিল বিভিন্ন জেলার ছাত্র-ছাত্রীরা। সামনেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, তাই এ মাস থেকে মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত প্রতিমাসের এই অ্যাপটিটিউড টেস্ট হবে অনেকটা মাধ্যমিক প্রস্তুতির দিকে তাকিয়ে, জানালেন এই পরীক্ষার পরিচালক বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল। ঝাড়গ্রামের ছাত্র অসিত মহাপাত্র জানিয়েছে সে আগের তিন মাস পরীক্ষা দিয়েছে, আজকের পরীক্ষায় বাংলা ভাষা অন্তর্ভুক্ত হওয়ায় মাধ্যমিক প্রস্তুতির জন্যও তা অনেকটা কাজে লেগে গেল। এই দিন পরীক্ষা শুরুর পূর্বে ছাত্র-ছাত্রীদের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করতে অনলাইনে উপস্থিত হন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের গণিতের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত কুমার বসু। খুব সংক্ষেপে গণিত এর সংক্ষিপ্ত উত্তর দেওয়ার কৌশল বর্ণনা করেন তিনি। এদিন অনলাইনে দিল্লি থেকে উপস্থিত ছিলেন অনুসন্ধান কলকাতার চিফ এডভাইজার বিশিষ্ট কৃষি বিজ্ঞানী মতিয়ার রহমান খান। অনুসন্ধান কলকাতার সভাপতি বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ আলী আহসান বলেন, এই পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের উদ্দীপনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct