দেবাশীষ পাল, মালদা: উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীদের সাপ্তাহিক ছুটি বাতিল হওয়ার প্রতিবাদে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখালেন মালদহের বামন গোলা ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা। পাশাপশি রাজ্য সরকারের নির্দেশিকা বুড় আঙ্গুল দেখিয়ে কর্ম বীরতির হুশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য কর্মীরা। রবিবার মালদহের বামন গোলা ব্লকের মদিপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা। উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, তারা সপ্তাহে ছয় দিন পরিষেবা দিয়ে আসছে। তার উপরে করণাকালে জীবনের ঝুকি নিয়ে কাজ করেছেন। এই মত অবস্থায় রাজ্য সরকার নতুন করে একটি নির্দেশিকা জারি করেছেন ছুটির দিন রবিবারও তাদের কাজ করতে হবে। ওই নির্দেশিকা পাওয়ার পরেই এদিন তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং তাদের দাবি নিয়ে একটি স্মারকলিপি বামনগোলা ব্লক স্বাস্থ্য আধিকারিক সুদীপ কুন্ডুর হাতে তুলে দেন। পাশাপশি তারা এও হুঁশিয়ারি দেন আগামী সপ্তাহের রবিবার কাজে যোগ দিবেন না।
এবিষয়ে ওই ব্লকের এক উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী সাধনা সরকার জানান, মূলত আমরা মা এবং শিশুদের পরিষেবা দিয়ে আসছি। তার উপরে করনাকালে সাধারণ মানুষ কে বিভিন্ন পরিষেবা দিয়ে এসেছি। ভেক্সিনের সময় ব্লকের অধিকাংশ মানুষ কে ভেক্সিন দেওয়া সম্পূর্ণ। এই মত অবস্থায় আমাদের সপ্তাহে একটি ছুটির দিন যদি বাতিল করা হয় তাহলে আমরা মানসিক চাপ পড়বো। এতে করে গর্ভবতী মা শিশুদেরই ক্ষতি হবে। এদিন আমরা সকলে মিলে ব্লক স্বাস্থ্য আধিকারিক সুদীপ কুন্ডুর হাতে আমাদের দাবি তুলে দিলাম। আগামী দিনে আমরা রবিবার দিনটি ছুটি চাই। যদি ওই নির্দেশিকা বাতিল না করা হয় তাহলে আমরা আর ওই ছুটির দিন কর্ম বিরতী রাখবো।
এবিষয়ে বামন গোলা ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক সুদীপ কুন্ডু জানান, উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা তাদের দাবি নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct